ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইকুয়েডরে ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৭ ঘণ্টা, মে ১৯, ২০১৬
ইকুয়েডরে ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত ১

ঢাকা: একই দিন পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলীয় দেশ ইকুয়েডর।

প্রথমবার কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও দ্বিতীয়বারের এ দুর্যোগে একজনের মৃত্যু হয়েছে।

ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি।

তবে এ জন্য সুনামি সতর্কতা জারি করেনি দেশটির সরকার।

স্থানীয় সময় বুধবার (১৮ মে) বিকেল ৪টা ৪৬ মিনিটে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিলো ৬ দশমিক ৮।
** ইকুয়েডরে ৬.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষয়ক্ষতি নেই

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, শক্তিশালী ভূমিকম্পটি দেশটির ইসমেরালদাস অঙ্গরাজ্যের রোসা জারাতে শহর থেকে উত্তর-পশ্চিমে ২৪ কিলোমিটার দূরে আঘাত হানে। আর ইকুয়েডরের রাজধানী কুইটো থেকে এ কম্পনের দূরত্ব ছিলো ১৪৬ কিলোমিটার।

ইকুয়েডরের প্রেসিডেন্ট কোরেয়া জানান, সর্বশেষ ভূমিকম্পে একজনের প্রাণহানি হয়েছে। ছুটোছুটি করতে গিয়ে ছোটখাট আঘাতে আহত হয়েছেন আরও ৮৫জন।

এদিকে গত ১৬ এপ্রিল দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে ৬৬১ জনের মতো মানুষ মারা যান।

সেই ক্ষত না শুকাতেই ফের পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬, আপডেট: ২০০০ ঘণ্টা
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।