ঢাকা: বহুল আলোচিত ভারতের পশ্চিমবঙ্গসহ পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টায়) ভোট গনণা শুরু হয় বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ভোট গণনা শেষে পশ্চিমবঙ্গ, আসাম, তামিলনাড়ু, কেরালা রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল পুরুচেড়ির ফল ঘোষণা করা হবে। গত ৪ এপ্রিল থেকে শুরু হওয়া ভোটগ্রহণ শেষ হয় ৫ মে।
এসব রাজ্যের ফলকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে ২ হাজারের বেশি রাজ্য পুলিশ।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, মে ১৯, ২০১৬
টিআই