ঢাকা: তুরস্কের নতুন প্রধানমন্ত্রীর পদে অধিষ্ঠিত হতে যাচ্ছেন ক্ষমতাসীন একে পার্টির দীর্ঘ সময়ের পরিবহন মন্ত্রী বিন আলি ইয়ালদিরিম।
বৃহস্পতিবার (১৯ মে) দলটির মুখপাত্র ওমার সেলিকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।
দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত ও নির্বাহী বোর্ডের এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে মতভেদের জের ধরে রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন দাভাতগলু।
এরপর থেকে দেশটির প্রধানমন্ত্রীর পদ ফাঁকা থাকার পর দল থেকে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, মে ১৯, ২০১৬
আরএইচএস/আরআই