ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় সেনা জজসহ গ্রেফতার ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬
 তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার ঘটনায় সেনা জজসহ গ্রেফতার ৮

ঢাকা: সম্প্রতি তুরস্কে সেনা অভ্যুত্থান চেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দেশটির সেনা বাহিনীর জজ ও প্রসিকিউটরসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোরে এ তথ্য জানায় দেশটির স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এর আগে তুরস্কে সামরিক বাহিনী দেশটির সরকার উৎখাতের প্রচেষ্টার ঘটনায় পাঁচ জেনারেল, ২৯ কর্নেলসহ মোট ৭৫৪ সেনা সদস্যকে আটক করা হয়। একই ঘটনায় প্রায় ১৫ হাজারের বেশি সাধারণ মানুষকেও আটক করা হয়।

গত ১৫ জুলাই (শুক্রবার) তুরস্কে প্রেসিডেন্ট রাজব তৈয়ব এরদোগান সরকারকে উৎখাত করতে সেনা অভ্যত্থানের চেষ্টা চালায় দেশটির সেনাবাহিনীর একটি অংশ। ওই ঘটনায় প্রায় তিনশ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ০৫৩৫ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।