ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় বিচ রেস্টুরেন্টে হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫১ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬
সোমালিয়ায় বিচ রেস্টুরেন্টে হামলায় নিহত ৭

ঢাকা: সোমালিয়ায় একটি বিচ রেস্টুরেন্টে আল-শাবাবের জঙ্গি হামলায় সাতজন নিহত হয়েছেন। বন্দুকধারীরা রেস্টুরেন্টের নিরাপত্তকর্মীদের সঙ্গে বন্দুকযুদ্ধ করে ভেতরে প্রবেশ করেন।

শুক্রবার (২৬ আগস্ট) দেশটির রাজধানী মোগাদিশুতে এ হামলার ঘটনা ঘটে।

দেশটির এক পুলিশ কর্মকর্তা মেজর আহমেদ ইব্রাহিমের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ওই রেস্টুরেন্টে একটি গাড়িবোমা বিস্ফোরণ ও দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের খবর আমাদের কাছে রয়েছে। এছাড়া আর কোনো খবর নেই।

তবে এ হামলার দায় স্বীকার করে আল-কায়েদা সমর্থিত এ জঙ্গি সংগঠনের এক মুখপাত্র আবদিয়াসিস আবু মুসাব বলেন, আমরা ওই রেস্টুরেন্টে হামলা চালিয়েছি এবং আমাদের যোদ্ধারা সেখানে যুদ্ধ করছেন।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৬/আপডেট: ১৩৫৪
এসএনএস

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।