ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কিরগিজস্তানে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলায় নিহত ১ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
কিরগিজস্তানে চীনা দূতাবাসে আত্মঘাতী হামলায় নিহত ১ 

ঢাকা: কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অবস্থিত চীনের দূতাবাসের প্রবেশ পথে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩০ আগস্ট) এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।  

কিরগিজস্তানের উপ-প্রধানমন্ত্রী জেনিশ রজকভ জানান, এ ঘটনায় হামলাকারী নিহত হয়েছেন এবং দূতাবাসের তিন কর্মকর্তা আহত হয়েছেন। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

স্থানীয় একটি সংবাদমাধ্যম জানায়, হামলাকারী ব্যক্তি গাড়ি নিয়ে গেটে ভেঙে দূতাবাসের ভেতরে প্রবেশ করে। এরপর সে বোমার সাহায্যে নিজেকে উড়িয়ে দেয়।

এ বিস্ফোরণের তীব্রতা সম্পর্কে স্থানীয়রা জানান, বিস্ফোরণের সময় তাদের ঘরগুলো কেঁপে উঠেছিলো এবং জানালার কাঁচগুলো ভেঙ্গে গেছে।

এদিকে এ হামলায় দায় স্বীকার করেনি কোনো জঙ্গি বা সন্ত্রাসী গোষ্ঠী।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬/আপডেট: ১৩৪৩ ঘণ্টা
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।