ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেক্সিকো যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
মেক্সিকো যাচ্ছেন ট্রাম্প ছবি-সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বুধবার (৩১ আগস্ট) মেক্সিকো যাচ্ছেন। দেশটির প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতো’র আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি এই সফর করছেন।

স্থানীয় সময় মঙ্গলবার (৩০ আগস্ট) ট্রাম্প এক টুইটার বার্তায় মেক্সিকো যাওয়ার বিষয়টি জানান।

টুইটার বার্তায় ট্রাম্প বলেন, মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকো পেনা নিয়েতোর আমন্ত্রণে আমি গ্রহণ করেছি। বুধবার তার সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে।

প্রেসিডেন্ট এনরিকোর সঙ্গে সাক্ষাতকালে ট্রাম্প অভিবাসন নীতি ও দু'দেশের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

এর আগে ট্রাম্প তার ক্যাম্পেইনে মেক্সিকোর অভিবাসীদের ক্রিমিনাল (সন্ত্রাসী) ও র‍্যাপিস্ট (ধর্ষক) হিসেবে আখ্যায়িত করে বিভিন্নভাবে হেয় করার চেষ্টা করেছেন।

সম্প্রতি মেক্সিকোর প্রেসিডেন্টের পক্ষ থেকে ট্রাম্প ও ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনকে দেশটিতে ভ্রমণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
আরএইচএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।