ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংবাদে নিজের সুন্দর ছবি চান পলাতক তরুণী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
সংবাদে নিজের সুন্দর ছবি চান পলাতক তরুণী

ঢাকা: জমিসংক্রান্ত অপরাধের মামলায় পুলিশ হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক তরুণী সংবাদ প্রকাশের সময় তার সুন্দর ছবি ব্যবহারের দাবি জানিয়েছেন।

এমি শার্প (১৮) নামে অস্ট্রেলীয় ওই তরুণী গত সপ্তাহেই আটকের পর সিডনির একটি পুলিশ স্টেশন থেকে পালিয়ে যান।

পলাতক এমিকে ধরিয়ে দিতে পুলিশের বিবৃতি দুটি ছবিসহ টিভি চ্যানেল সিডনি’স সেভেন-এ প্রচারিত হয়। টিভি চ্যানেলটির ফেসবুক পেজে সংবাদটি শেয়ার করা হলে সেখানে প্রথম কমেন্ট করেন ওই তরুণী নিজেই। কমেন্টে টিভি চ্যানেল কর্তৃপক্ষে কাছে নিজের সুন্দর ছবি প্রচারের দাবি জানান তিনি।  

শুধু সুন্দর ছবি প্রকাশের দাবি ‍জানিয়েই ক্ষান্ত হননি পুলিশের ‍তাড়া খাওয়া ওই তরুণী। নিজের হাস্যোজ্জ্বল একটি ছবিও আপলোড করে সেই ছবিটিই ব্যবহারের অনুরোধ জানান এমি শার্প।

ফেসবুক কমেন্টে এমি শার্প বলেন, ‘আমার সংবাদ প্রচারে দয়া করে এই ছবিটি ব্যবহার করেন, ধন্যবাদ। ইতি - এমি শার্প’।

সংবাদ মাধ্যমে পুলিশের দেওয়া ছবিতে এমি শার্প স্পষ্টতই সন্তুষ্ট ছিলেন না। ওই ছবি দুটিতে লাল জ্যাকেট পরিহিত এমি শার্পকে বিষাদগ্রস্ত দেখাচ্ছিল।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।