ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস সমর্থনের দায়ে আনজেম চৌধুরীর ৫ বছরের জেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৬
আইএস সমর্থনের দায়ে আনজেম চৌধুরীর ৫ বছরের জেল

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) সমর্থনের দায়ে বিতর্কিত ধর্ম প্রচারক আনজেম চৌধুরীকে সাড়ে ৫ বছরের কারাদণ্ড প্রদান করেছেন ব্রিটেনের একটি আদালত।

মঙ্গলবার ( সেপ্টেম্বর ০৬) লন্ডনের ওল্ড বেলি আদালত ৪৯ বছর বয়সী আনজেম চৌধুরীর বিরুদ্ধে এই সাজা প্রদান করেন।

তার বিরুদ্ধে আইএসকে সমর্থন এবং তাদের স্বপক্ষে বিবৃতি ও বক্তৃতা প্রদানের অভিযোগ আনা হয়।

২০১৪ সালের জুন মাসে আইএসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে ব্রিটেন।

ব্রিটেনের আইনে যে কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার পাশাপাশি তাদের প্রকাশ্যে সমর্থন করা নিষিদ্ধ। এর ব্যত্যয় হলে ক্ষেত্র বিশেষে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।

আনজেম চৌধুরীর সঙ্গে একই সাজা প্রদান করা হয় তার সহযোগী মোহাম্মদ মিজানুর রহমানকেও।

অানজেম চৌধুরী ব্রিটেন ভিত্তিক ‘ইসলাম ফর ইউকে অথবা আল মুহাজিরুন’ নামের একটি সংগঠন সাবেক প্রধান। এই সংগঠনটিকেও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে নিষিদ্ধ করে ব্রিটিশ সরকার।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৬
আরআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।