ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
স্পেনে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৩

ঢাকা: স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলের অ পরিনো নামে এলাকার পাশে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

শুক্রবার (০৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। ট্রেনটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন।

খবরে বলা হয়, চলন্ত ট্রেনটি একটি মোড় পার হওয়ার সময় একটি সেতুর একপাশে ধাক্কা লেগে লাইনচ্যুত হয়। পরে ট্রেনটি সামনের একটি সিগন্যাল টাওয়ারকে আঘাত করে বিপর্যস্ত হয়ে ট্রেন লাইনের পাশে একাধিক বগি পড়ে যায়। পর্তুগিজের ওই ট্রেনটি ভিগা-অপরতো রুটে চলাচল করছিলো। নিহতদের মধ্যে ট্রেনের চালকও রয়েছেন মনে করা হচ্ছে।

এর আগে ২০১৩ সালের জুলাইয়ে একই অঞ্চলে উচ্চগতি সম্পন্ন একটি ট্রেন লাইনচ্যুত হয়ে ৭৯ জন নিহত হন। আহত হয়েছিলেন ১৭০ জন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬/আপডেট: ১৬১৫ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।