ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের গ্রেফতারি পরোয়ানা বহাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
উইকিলিকস প্রতিষ্ঠাতা অ্যাসাঞ্জের গ্রেফতারি পরোয়ানা বহাল

ঢাকা: বিশ্বের আলোচিত তথ্য ফাঁসকারী ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বহাল রেখেছেন সুইডেনের আদালত।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বেলা ৩টার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

 এর আগেও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিলো।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের দায়ে ফেরারি জীবন যাপন করছেন অস্ট্রেলীয় নাগরিক অ্যাসাঞ্জ।  গ্রেফতার এড়াতে গত তিন বছর থেকে তিনি ইকুয়েডরের লন্ডন দূতাবাসের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন।  

উইকিলিকস একটি আন্তর্জাতিক অলাভজনক প্রচার মাধ্যম সংস্থা হিসেবে পরিচিতি।  যেটি বেশ কিছু দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে সবার আলোচনায় আসে।  আর এসব কর্মকাণ্ডের নেপথ্যে ছিলেন সাইটটির প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।