ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২৩ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের একটি মসজিদে অত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৩ নিহত হয়েছেন।  এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ২০ জন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের আফগানিস্তান সীমান্তের উপজাতীয় এলাকার একটি মসজিদে জুমা নামাজের সময় হামলার ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

তবে কারা এ হামলা চালিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।  হামলার পরপরই ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী সদস্যরা গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

দেশটির স্থানীয় উপজাতীয় এলাকার উপ-প্রশাসক নাভিদ আকবর বলেন, জনাকীর্ণ মসজিদে আত্মঘাতী বোমা হামলাটি চালানো হয়। এ সময় ব্যাপক বিস্ফোরণের ঘটনাও ঘটে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।