ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় ফের জিতলো পুতিনের দল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
রাশিয়ায় ফের জিতলো পুতিনের দল

ঢাকা: গত বেশ কয়েক দফার মতই এবারও রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া।

নিম্নকক্ষ দুমার ওই নির্বাচনে ইউনাইটেড রাশিয়ার প্রার্থীরা ৫৪ দশমিক ২২ শতাংশ ভোট পেয়েছেন বলে সোমবার জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন।

ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ৭৫ দশমিক ভোট গণনা।

বিরোধী কমিউনিস্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রায় সমান সমান ভোট পেয়েছে।

কমিউনিস্ট পার্টির ১৩ দশমিক ৬৮ শতাংশ ভোটের বিপরীতে লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে ১৩ দশমিক ৪২ শতাংশ ভোট। এছাড়া জাস্ট ‍রাশিয়া নামের একটি দল পেয়েছে ৬ দশমিক ১৬ শতাংশ ভোট।

রোববার (১৮ সেপ্টেম্বর) নির্বাচনের ভোটগ্রহণ শেষে শুরু হয় গণনা।

*রাশিয়ায় নিম্নকক্ষ নির্বাচনে পুতিনের দল এগিয়ে

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬/আপডেট ১১৫৬ ঘণ্টা
টিআই/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।