ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিহারে বাস নদীতে, ৫০ জন প্রাণহানির আশঙ্কা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
বিহারে বাস নদীতে, ৫০ জন প্রাণহানির আশঙ্কা

ঢাকা: বিহারের মাধুবানি জেলায় যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে অন্তত ৫০ জনের প্রাণহানির আশঙ্কার কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

স্থানীয় সময় সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যমগুলো বলছে, জেলার সীতামারি থেকে মাধুবানি যাওয়ার পথে বাসটি নদীতে পড়ে যায়, যা ২৫ ফুট গভীর। স্থানটি পাটনা থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পূর্বে।

এ রিপোর্ট লেখার সময় এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাসটিতে অন্তত ৫৫ জন ‍যাত্রী ছিলেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাইভার নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায়।  

বর্তমানে উদ্ধার কাজ চালানো হচ্ছে। একইসঙ্গে বাসটি নদী থেকে তোলার প্রক্রিয়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। তবে উদ্ধার কার্যক্রম দেরিতে শুরু হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬/আপডেট: ১৬৫২ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।