ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

৫ দেশের বয়কটে স্থগিত পাকিস্তানের সার্ক সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
৫ দেশের বয়কটে স্থগিত পাকিস্তানের সার্ক সম্মেলন

ঢাকা: পাঁচ সদস্য রাষ্ট্রের বয়কটের প্রেক্ষিতে নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক সম্মেলন স্থগিত করতে বাধ্য হয়েছে পাকিস্তান। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাটির আট সদস্য রাষ্ট্রের মধ্যে পাঁচটিই সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে। সে কারণে সম্মেলন স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে দেশটি।

শুক্রবার সার্ক সম্মেলন বয়কটের ঘোষণা দেয় শ্রীলঙ্কা। তার তিন দিন আগে বাংলাদেশ, ভারত, আফগানিস্তান ও ভুটান সম্মেলন বয়কটের ঘোষণা দেয়।  

ভারত সম্মেলন বয়কটের ঘোষণা দেয় উরি সেনাঘাঁটিতে পাকিস্তানি সন্ত্রাসীদের হামলার জেরে সীমান্তে তুমুল উত্তেজনার প্রেক্ষিতে। আর বাংলাদেশ বয়কটের ঘোষণা দেয় যুদ্ধাপরাধের বিচার প্রশ্নে পাকিস্তান নাক গলানোয়। শ্রীলঙ্কার মতোই পরিবেশ না থাকার কারণ দেখিয়ে সম্মেলনে অংশগ্রহণ না করার ইচ্ছের কথা জানায় আফগানিস্তান ও ভুটান।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬/আপডেট: ২১২৪ ঘণ্টা
আরএইচএস

***পাকিস্তানে সার্ক সম্মেলন বয়কট করলো শ্রীলঙ্কাও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।