ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের ভুল নীতি বৈশ্বিক বিচ্ছিন্নতার জন্য দায়ী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৬
পাকিস্তানের ভুল নীতি বৈশ্বিক বিচ্ছিন্নতার জন্য দায়ী

ঢাকা: পাকিস্তানের বৈশ্বিক বিচ্ছিন্নতার জন্য নওয়াজ শরীফ সরকারের ভুল নীতি দায়ী বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মোশাররফ।

যখন ইসলামাবাদ বিশ্ব থেকে একা হয়ে যেতে থাকবে, তখন প্রধানমন্ত্রী হিসেবে নওয়াজ শরীফ আর দেশবাসীর ভালোবাসা পাবেন না বলে মন্তব্য করেন তিনি।

১৯৯৯ সালে নওয়াজ শরীফের সরকারকে হটিয়ে অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসা সাবেক এই প্রেসিডেন্ট বলেন, এটা আশ্চর্যজনক যে পাক সরকার ৩৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ নিয়ে তা ব্যয় করলেও একটাও উপকারী মেগা প্রকল্প শেষ করতে পারেনি। উপরন্তু, দেশটির জনগণ সরকারের দুর্নীতির কারণে ভোগান্তি পোহাচ্ছে।

মোশাররফ এ সময় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলা নিয়ে ভারতের ব্যাপক সমালোচনা করেন।

অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর প্রতিষ্ঠিত দল ‘অল পাকিস্তান মুসলিম লীগ’র (এপিএমএল) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে রোববার (০২ অক্টোবর) কর্মীদের উদ্দেশে টেলিফোনে এসব কথা বলেন স্বেচ্ছা নির্বাসনে থাকা মোশাররফ।

এপিএমএলের চেয়ারম্যান বলেন, ভারত শুধু ক্ষেপণাস্ত্র হুমকিতেই ভালো। কিন্তু পাকিস্তানি আর্মি যদি তাদের হুমকির জবাব দিতে যায়, তখনই অনুমানের সঙ্গে বাস্তবতা বোঝা যাবে।

তিনি বলেন, পাকিস্তান যে ভুটান নয় এটা ভারতের উপলদ্ধি করা উচিত। প্রতি ক্ষেত্রেই তাদের মাটিতে হামলার ঘটনা ঘটলেই পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত।

নিজের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ ভুল প্রমাণ করতে তিনি পাকিস্তানে ফিরতে চান বলেও ইচ্ছা প্রকাশ করেন। তবে সেটা এখন কোনো কাজে আসবে না বলে তিনি জানান।

প্রায় এক দশক ক্ষমতায় থাকা সাবেক এ প্রেসিডেন্ট বলেন, তার পিঠে ব্যথা রয়েছে, এর চিকিৎসা চলছে। তাছাড়া পাকিস্তানে ফিরে গিয়েও তেমন লাভ নেই, কেননা সেখানে আমাকে মুক্তভাবে চলাচলের অনুমতি দেওয়া হবে না।

কর্মীদের মোশাররফ জানান, তার বিরুদ্ধে থাকা চলমান মামলার যৌক্তিক পরিণতি শেষে তিনি দেশে ফিরবেন। এছাড়া ২০১৮ সালের পরবর্তী জাতীয় নির্বাচনে তার দল অংশ নেবে, প্রয়োজনের অন্য দলের সঙ্গে কোয়ালিশন করবে।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।