ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী ছবি: সংগৃহীত

ঢাকা: পদার্থ বিজ্ঞানে এ বছর নোবেল পেয়েছেন ডেভিড জে. থাউলেস, এফ ডানকান এম. হ্যালডেইন ও জে. মাইকেল কস্টারলিৎস।  

বস্তুর আকারগত পরিবর্তন ও এইসব পরিবর্তনের বিভিন্ন পর্যায় নিয়ে গবেষণার জন্য তাদের এ পুরস্কারে ভূষিত করা হয়।

মঙ্গলবার (০৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার পর (স্থানীয় সময় পৌনে ১২টার পর) এ ঘোষণা দেয় রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স।

যৌথভাবে ঘোষিত এ পুরস্কারের অর্ধেক পাবেন ইউনির্ভাসিটি অব ওয়াশিংটনের প্রফেসর ডেভিড জে. থাউলেস। বাকি অর্ধেক পাবেন প্রিন্সটন ইউনির্ভাসিটির প্রফেসর এফ ডানকান এম. হ্যালডেইন ও ব্রাউন ইউনির্ভাসিটির প্রফেসর জে. মাইকেল কস্টারলিৎস।

২০১৫ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পান জাপানের তাকাকি কাজিতা ও কানাডার আরথার বি ম্যাকডোনাল্ড।  

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬/আপডেট: ১৬৪৫ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।