ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

হারিকেন ম্যাথিউয়ের প্রভাবে হাইতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৬
হারিকেন ম্যাথিউয়ের প্রভাবে হাইতিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঢাকা: হারিকেন ম্যাথিউয়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুক্ষীণ হয়েছে হাইতি। হারিকেনটির প্রভাবে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন পাঁচজন।

নিহতদের মধ্যে চারজন ডোমিনিকান রিপাবলিক এবং একজন হাইতিয়ান রয়েছেন।

বুধবার (০৫ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে হারিকেনটিকে গত দশকের সবচেয়ে শক্তিশালী হারিকেন হিসেবে আখ্যায়িত করা হচ্ছে।

হারিকেন ম্যাথিউয়ের প্রভাবে বাস্তুহারা হয়েছেন দেশটির অন্তত ১০ হাজার মানুষ।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।