ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

শিশু ধর্ষণ মামলায় ট্রাম্পের প্রাক-বিচার সভা ধার্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
শিশু ধর্ষণ মামলায় ট্রাম্পের প্রাক-বিচার সভা ধার্য

ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলমান শিশু ধর্ষণ মামলার প্রাক-বিচার সভার দিন আগামী ১৬ ডিসেম্বর ধার্য করার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (১০ অক্টোবর) নিউইয়র্কের ফেডারেল জজ রনি আব্রামসের আদালত এ আদেশ দেন।

আদালতের আদেশে ১৬ ডিসেম্বর ওই প্রাক-বিচার সভা করতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

স্থানীয় আইন অনুসারে মামলার তদন্ত কার্যক্রমের সবশেষ অবস্থা জানতে জজ ও আইনজীবীদের মধ্যে প্রাক-বিচার সভার আয়োজন করা হয়।

সম্প্রতি ট্রাম্পের বিরুদ্ধে শিশু ধর্ষণের অভিযোগ তুলে মামলা করেন ৩৫ বছর বয়সী এক নারী।  

মামলায় তিনি অভিযোগ করেন, ১৯৯৪ সালে তার বয়স যখন ১৩ বছর ছিল, তখন তাকে ধর্ষণ করেন এই ধনকুবের প্রেসিডেন্ট প্রার্থী। যদিও ধর্ষণের এ অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন ট্রাম্প।

ওই নারীরই আবেদনের প্রেক্ষিতে প্রাক-বিচার সভা ধার্যের এ আদেশ দিলেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৬
আরএইচএস/এইচএ/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।