ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইউনেস্কো’র সঙ্গে সব ধরনের সহযোগিতা প্রত্যাখান ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
ইউনেস্কো’র সঙ্গে সব ধরনের সহযোগিতা প্রত্যাখান ইসরায়েলের

ঢাকা: জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো’র সঙ্গে সব ধরনের সহযোগিতা প্রত্যাখান করেছে ইসরায়েল। জেরুজালেমের আল আকসা মসজিদ ইস্যুতে এই সহযোগিতা প্রত্যাখান করেছে দেশটি।

ইসরায়েলের শিক্ষামন্ত্রী নাফটালি বেনেট ইউনেস্কো’র সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণাটি দিয়েছে বলে শনিবার (১৫ অক্টোর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়।

আল আকসা মসজিদ এবং এর আশপাশ এলাকা মুসলমানদের বলে উল্লেখ করে তা ইউনেস্কো রেজ্যুলেশন ভুক্ত করার একদিন পরই ইহুদি রাষ্ট্র ইসরায়েল এমন সিদ্ধান্ত নিয়েছে।  

মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক শহর জেরুজালেম। যেটা খ্রিস্টান, ইহুদি ও মুসলিমদের কাছে পবিত্র স্থান হিসেবে পরিচিত। যা ১৯৬৭ খ্রিস্টাব্দ পর্যন্ত এর পূর্বাংশ জর্দান এর অধীনে ছিলো।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬/আপডেট: ১৬৫৬ ঘণ্টা
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।