ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মসুল পুনর্দখলে ইরাকি বাহিনীর লড়াই অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
মসুল পুনর্দখলে ইরাকি বাহিনীর লড়াই অব্যাহত

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাকের উত্তরাঞ্চলীয় বড় শহর মসুল পুনর্দখলে লড়াই অব্যাহত রেখেছে ইরাকি বাহিনী।

সোমবার (১৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

এরআগে রোববার রাতে দেশটির আর্বিল প্রদেশ থেকে শহরটি দখলে অভিযান শুরু হয়।

জাতিসংঘের তথ্য মতে, মসুল শহরে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস। আইএসের সঙ্গে ইরাকি বাহিনীর লড়াইয়ে এখন পর‌্যন্ত বড় রকমের হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ভয়াবহ আতঙ্কে রয়েছেন শহরবাসী।

দেশটির রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার দূরের শহর মসুল। যা নিজেদের বৃহৎ ঘাঁটি হিসেবে ব্যবহার করছে জঙ্গিগোষ্ঠী আইএস। ২০১৪ সালে এই শহর থেকেই আইএস নেতা আবু বকর বাগদাদি ইরাক ও সিরিয়ার দখল করা এলাকায় খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।