ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের রাজধানী ‘রাক্কা’ পুনর্দখলে প্রস্তুত মার্কিন বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
আইএসের রাজধানী ‘রাক্কা’ পুনর্দখলে প্রস্তুত মার্কিন বাহিনী

ঢাকা: আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) রাজধানী হিসেবে পরিচিত সিরিয়ার ‘রাক্কা’ শহর পুনর্দখলে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র বাহিনী।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব অ্যাশ কার্টারের বরাত দিয়ে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

অ্যাশ কার্টার জানান, ব্রাসেলসে ন্যাটো সভায় ‘রাক্কা’ পুনর্দদখল বিষয়ে সমবেত সৈন্যদের নিয়ে সভা হয়েছে। দুই-এক সপ্তাহের মধ্যেই অভিযান শুরু হতে পারে।

আইএসের হাত থেকে ইরাকের মসুল শহরে পুনর্দখলে যে লড়াই অব্যাহত আছে সেই প্রসঙ্গে টেনে অ্যাশ কার্টার বলেন, চলতি মাসের শুরুতে মসুল দখলে মার্কিন বাহিনীর সহায়তায় অভিযান শুরু হয়। এবার ‘রাক্কা’ দখলে সেই অভিযান আরও ভয়ংকর আকার ধারণ করবে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।