ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করলো ভারত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
পাকিস্তানি কূটনীতিককে বহিষ্কার করলো ভারত

ঢাকা: গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লিতে পাকিস্তানের এক ভিসা কর্মকর্তাকে বহিষ্কার করেছে ভারত। দেশটির প্রতিরক্ষা দফতরের অতি গোপনীয় ডকুমেন্ট বহন করায় তাকে আটকের পর বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

 

শুক্রবার (২৮ অক্টোবর) স্থানীয় সংবাদমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।  

পুলিশ বলছে, ওই কর্মকর্তা নগদ অর্থের বিনিময়ে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার হয়ে গুপ্তচরবৃত্তির জন্য বিগত আড়াই বছর ধরে ভারতীয় নাগরিকদের নিয়োগ দিয়ে আসছিলেন।  

বিষয়টি সন্দেহ হলে তাকে আটক করা হয় বলে জানালেন দিল্লি পুলিশের অপরাধ দমন বিষয়ক যুগ্ম কমিশনার রবীন্দ্র যাদব।  
এদিকে এ ঘটনায় ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত আবদুল বাসিতকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।  

একই সঙ্গে ইসলামাবাদেও ভারতীয় হাইকমিশনারকে তলব করা হয়েছে বলে জানাচ্ছে দেশটির সংবাদ মাধ্যম।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।