ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পকে ওবামার অভিনন্দন ও হোয়াইট হাউজে আমন্ত্রণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৯ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
ট্রাম্পকে ওবামার অভিনন্দন ও হোয়াইট হাউজে আমন্ত্রণ

যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতেছেন, তাকে অভিনন্দন।

ঢাকা: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতেছেন, তাকে অভিনন্দন।

বুধবার (০৯ নভেম্বর) বাংলাদেশ সময় সোয়া ১১টার দিকে নিউইয়র্কে তার বক্তব্যে এ অভিনন্দন জানান।

সেইসঙ্গে ওবামা ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানান। দেশকে এগিয়ে নিতে ট্রাম্প ও হিলারিকে একসঙ্গে কাজ করার ইচ্ছাকে স্বাগত জানান।

এর আগে দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে ২৮৯ ইলেক্টোরাল কলেজের ভোট পেয়ে বিজয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন পেয়েছেন ২১৮ ইলেক্টোরাল কলেজ।

একই সঙ্গে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান শিবির।

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এসআর/টিআই/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।