ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

গঙ্গায় ভাসছে বাতিল ৫০০, ১০০০ রুপির নোট

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
গঙ্গায় ভাসছে বাতিল ৫০০, ১০০০ রুপির নোট

বাতিল ঘোষণার একদিনের মাথায় ৫০০ ও ১০০০ রুপির নোট বদলাতে ভারতীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ব্যাংকের লাইন গিয়ে ঠেকে সড়কে। নোট সমস্যায় টোল আদায়ের জটিলতায় সড়কে তৈরি হয় যানজট। 

ঢাকা: বাতিল ঘোষণার একদিনের মাথায় ৫০০ ও ১০০০ রুপির নোট বদলাতে ভারতীয়দের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। ব্যাংকের লাইন গিয়ে ঠেকে সড়কে।

নোট সমস্যায় টোল আদায়ের জটিলতায় সড়কে তৈরি হয় যানজট।  

এটি যেমন একদিকের চিত্র, তেমনি হয়তো উপায় না পেয়ে বাতিল নোটগুলো ‘মা গঙ্গায়’ ভাসিয়ে দিয়েছেন কোনো অসাধু ব্যক্তি। উত্তর প্রদেশের মির্জাপুরে এরকম কয়েকশ’ নোট গঙ্গা থেকে উদ্ধার করা হয়েছে।

উত্তর প্রদেশ পুলিশ জানায়, গোসল করতে গিয়ে স্থানীয়রা গঙ্গায় নোটগুলো দেখতে পান। তবে পানিতে অনেক সময় ভেসে থাকার কারণে নোটগুলোর নম্বর অস্পষ্ট হয়ে গেছে।

এদিকে, পানিতে নোট ভাসতে থাকার খবর ছড়িয়ে পড়ায় উৎসুক জনতা বিষয়টি যাচাইয়ে সেখানে ভিড় জমিয়েছেন। কেউ কেউ তা তুলে নৌকায় রোদে শুকোতে দিচ্ছেন। এতে পরিস্থিতি সামলাতে পুলিশ পাঠানো হয়েছে।

এর আগে পুনের ল’ কলেজ এলাকায় একটি সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এক হাজার রুপির নোট ভর্তির একটি ব্যাগ পাওয়া যায়। বয়স্ক এক নারী পরিচ্ছন্নকর্মী ব্যাগটির সন্ধান পান।

ব্ল্যাকমানি (কালোমুদ্রা) ঠেকাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত মঙ্গলবার (০৮ নভেম্বর) রাতে হঠাৎ জাতীর উদ্দেশে দেওয়া ভাষণে প্রচলিত ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের ঘোষণা দেন। এরপর থেকেই বাতিল নোটগুলো নিয়ে সৃষ্টি হচ্ছে রহস্যজনক বিভিন্ন ঘটনা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।