ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬
নিউজিল্যান্ডে ৭.৪ মাত্রার ভূমিকম্প

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছে ৭.৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

ঢাকা: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের কাছে ৭.৪ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে। প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) রাত ১১ টা ২ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৫টা ২ মিনিট) ভূমিকম্পটি আঘাত হানে।

ক্রাইস্টচার্চ থেকে ৭৫ মাইল উত্তরে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পটির ভূপৃষ্ট থেকে গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার।

এদিকে দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হচ্ছে। ভূমিকম্প সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। কোনো সুনামি সর্তকতা রয়েছে কিনা সে বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

অন্যদিকে, ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ঘরবাড়ির আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার ছবি প্রকাশ করেছেন।  

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, পাশ্ববর্তী ওয়েলিংটনেও ভূমিকম্প অনুভূত হয়। এ সময় লোকজন আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন। অনেকে ভয়ে কান্নাকাটি করেন।

পাঁচ বছর আগে ২০১১ সালে ক্রাইস্টচার্চের দক্ষিণে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্পে প্রায় দু’শ’ মানুষের প্রাণহানি হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৬/আপডেট: ১৭৪৪ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।