ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নিউজিল্যান্ডে কাইকৌরার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
নিউজিল্যান্ডে কাইকৌরার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ

দ্বিতীয় দফায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাইকৌরার ক্লারেন্স নদীর পানি তীর স্পর্শ করেছে। পানির তীব্রতা বৃদ্ধি পেলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা...

ঢাকা: দ্বিতীয় দফায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ডের কাইকৌরার ক্লারেন্স নদীর পানি তীর স্পর্শ করেছে। পানির তীব্রতা বৃদ্ধি পেলে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

 

এদিকে লোকজনকে নিরাপদে সরিয়ে নিতে দেশটির সিভিল ডিফেন্স থেকে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।

একইসঙ্গে ওয়েলিংটনের বাসিন্দাদের শহরের কেন্দ্রস্থল থেকে দূরে থাকতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।