ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় বন্ধ হচ্ছে লিংকডইন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
রাশিয়ায় বন্ধ হচ্ছে লিংকডইন 

রাশিয়ায় বন্ধ হতে চলেছে পেশাজীবীদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন।

ঢাকা: রাশিয়ায় বন্ধ হতে চলেছে পেশাজীবীদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন।  

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দেশটির ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা রোসকোমনাজোর কমিউনিকেশন্স সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে লিংকডইন ব্লক করতে নির্দেশনা দিয়েছে।

 

তাদের নির্দেশনার পরপরই  লিংকডইন বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়। সরকারে তরফ থেকে বলা হয়, আদালত লিংকডইন বন্ধ করার নির্দেশ দিয়েছেন বলে সেটি বাস্তবায়ন করছে কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি লিংকডইন’র বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ ওঠে রাশিয়ায়। অভিযোগে বলা হয়, রাশিয়ার আনুমানিক ২৬ লাখ ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সংরক্ষিত রাখেনি সামাজিকমাধ্যমটির কর্তৃপক্ষ।

অবশ্য এটাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রশাসনের ‘কণ্ঠরোধ’র একটি প্রকার বলতেও ছাড়ছেন না তার সমালোচকরা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
আরএইচএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।