ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফ্লিনের নিয়োগ দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফ্লিনের নিয়োগ দিলেন ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে সাবেক জেনারেল মাইকেল ফ্লিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম।

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে সাবেক জেনারেল মাইকেল ফ্লিনকে নিয়োগ দেওয়া হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্রানজিশন টিম।

৫৭ বছর বয়সী মার্কিন মুলুকের আলোচিত জেনারেল ফ্লিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় জাতীয় নিরাপত্তা বিষয়গুলোতে ট্রাম্পের পরামর্শক ছিলেন। এছাড়া সে সময় ফ্লিনকে ট্রাম্পের বিভিন্ন সভায় সূচনা বক্তব্য দিতেও দেখা গেছে।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সাবেক এই প্রধানকে দায়িত্ব থেকে অব্যাহিত দেওয়া হয়।

ফ্লিন ছাড়াও অ্যাটর্নি জেনারেল হিসেবে সিন. জেফ সেশন্সকে এবং সিআইএ’র পরিচালক হিসেবে মাইক পম্পপিওকে নিয়োগের কথা বলা হয়েছে বিবৃতিতে।

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।