ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে আশ্রমে হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
ফ্রান্সে আশ্রমে হামলায় নিহত ২

ফ্রান্সের একটি আশ্রমে অস্ত্রধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহত দু’জনের মধ্যে ৬০ বছর বয়সী এক নারী রয়েছেন। তিনি ওই আশ্রমে বসবাস করে খ্রিস্টান ধর্ম প্রচার করতেন।

ঢাকা: ফ্রান্সের একটি আশ্রমে অস্ত্রধারীর হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহত দু’জনের মধ্যে ৬০ বছর বয়সী এক নারী রয়েছেন।

তিনি ওই আশ্রমে বসবাস করে খ্রিস্টান ধর্ম প্রচার করতেন।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় দেশটির মন্টিপিলিয়ার শহরের ওই আশ্রমে হামলার ঘটনাটি ঘটে শুক্রবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

প্রাথমিকভাবে হামলার কারণ জানা যায়নি। তবে হামলার পরপরই ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে।

মন্টিপিলিয়ার শহরের প্রসিকিউটর ক্রিস্টোফো ব্যারেট বলেন, ঘটনার পর ওইস্থানে অপরাধ কর্মকাণ্ডে বিশেষ কোনো মটিভ পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।