ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মির সীমান্তে পুলিশ স্টেশনে হামলা, নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
জম্মু-কাশ্মির সীমান্তে পুলিশ স্টেশনে হামলা, নিহত ২

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের কুলগাম জেলার একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় পুলিশের দুই সদস্য নিহত এবং অপর এক সদস্য আহত হয়েছেন।

ঢাকা: ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের কুলগাম জেলার একটি পুলিশ স্টেশনে সন্ত্রাসী হামলায় পুলিশের দুই সদস্য নিহত এবং অপর এক সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৫ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এ হামলার ঘটনায় একজন কন্সটেবল এবং একজন হেড অব কন্সটেবল পদের দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আহত অপর কনেস্টবলের অবস্থা গুরুতর।

এদিকে এ হামলার ঘটনার পরপরই ওই এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০১৬
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।