ঢাকা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গণনা চ্যালেঞ্জ করে একটি রাজ্যের ভোট পুনরায় গণনার আবেদন করা হয়েছে। উইসকন রাজ্যে সামান্য ব্যবধানে জয়ী হয়েছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ড. স্টেইন এও অঙ্গীকার করেছেন তিনি মিশিগান ও পেনসিলভানিয়ার ভোটও পুনর্গননা চাইবেন। ওই দুটি রাজ্যেও সামান্য ব্যবধানে জয়ী হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার ছিলো এই আবেদন জানানোর শেষ তারিখ।
এক টুইট বার্তায় ড. স্টেইন জানান আগামী সপ্তাহ থেকেই পুনর্গননা শুরু হবে। তবে সে জন্য আবেদনের শেষ তারিখ ছিলো ২৫ নভেম্বর (শুক্রবার)।
টুইট বার্তায় উইসকনসিনের নির্বাচন কমিশন এই অনুরোধ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
বাংলাদেশ সময়: ০৮৫৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
এমএমকে