ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক ছবি: সংগৃহীত

কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।

ঢাকা: কিউবার অবিসংবাদিত বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন বিশ্ব নেতারা।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় বলেছেন, বিংশ শতাব্দীতে ফিদেল কাস্ত্রো ছিলেন একজন আদর্শ ব্যক্তিত্ব।

ভারত তাদের একজন মহান বন্ধুকে হারালো।

এক শোক বার্তায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ফিদেল কাস্ত্রো চলে গলেও কিউবার সঙ্গে আমাদের সম্পর্ক অটুট থাকবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো টুইটারে বলেছেন, কাস্ত্রো মেক্সিকোর বন্ধু ছিলেন। সেইসঙ্গে তিনি ছিলেন সম্মান, সংলাপ ও সংহতির দ্বিপাক্ষিক সম্পর্কের প্রবর্তক।

এছাড়া ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো, ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া।

কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে বাংলাদেশ সময় শনিবার (২৬ নভেম্বর) সকালে ফিদেল কাস্ত্রোর জীবনাবসান হয়। আগের রাতে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর বর্ষিয়ান এই নেতাকে হাসপাতালে ভর্তি করা হয়। কাস্ত্রোর বয়স হয়েছিল ৯০ বছর।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
আরএইচএস/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।