ঢাকা: রোববারের (২৭ নভেম্বর) ৩৫টি ফ্লাইট বাতিল করেছে জার্মানির সবচেয়ে বড় এয়ারলাইন্স লুফথানসা। পাইলটদের পাওনাদি নিয়ে দাবি-দাওয়ার জেরে চলা ধর্মঘটের কারণেই এ সিদ্ধান্ত।
রোববার ধর্মঘটের পঞ্চমদিন। দেশটির সরকার পাইলটদের জন্য যে নতুন বেতন কাঠামো ঠিক করেছেন তা মেনে নেয়নি লুফথানসা পাইলট ইউনিয়ন। এরই প্রতিবাদে বেতন বাড়ানোর নতুন দাবি-দাওয়া নিয়ে চলছে ধর্মঘট।
বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এএ