ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রোববারের ৩৫ ফ্লাইট বাতিল করেছে লুফথানসা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৬
রোববারের ৩৫ ফ্লাইট বাতিল করেছে লুফথানসা

রোববারের (২৭ নভেম্বর) ৩৫টি ফ্লাইট বাতিল করেছে জার্মানির সবচেয়ে বড় এয়ারলাইন্স লুফথানসা। পাইলটদের পাওনাদি নিয়ে দাবি-দাওয়ার জেরে চলা ধর্মঘটের কারণেই এ সিদ্ধান্ত।

ঢাকা: রোববারের (২৭ নভেম্বর) ৩৫টি ফ্লাইট বাতিল করেছে জার্মানির সবচেয়ে বড় এয়ারলাইন্স লুফথানসা। পাইলটদের পাওনাদি নিয়ে দাবি-দাওয়ার জেরে চলা ধর্মঘটের কারণেই এ সিদ্ধান্ত।

এতে বিপাকে পড়েছেন কয়েক হাজার যাত্রী।

রোববার ধর্মঘটের পঞ্চমদিন। দেশটির সরকার পাইলটদের জন্য যে নতুন বেতন কাঠামো ঠিক করেছেন তা মেনে নেয়নি লুফথানসা পাইলট ইউনিয়ন। এরই প্রতিবাদে বেতন বাড়ানোর নতুন দাবি-দাওয়া নিয়ে চলছে ধর্মঘট।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।