ঢাকা: নিউজিল্যান্ডের অ্যাকুল্যান্ড শহরের কাইপারা হারবরের কাছে মাওরি উপকূলে মাছ ধরার নৌকা উল্টে সাতজনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় অন্তত একজন নিখোঁজ রয়েছেন।
রোববার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেলে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
খবরে বলা হয়, শনিবার বিকেলে ১২ মিটার লম্বা একটি নৌকা ১১ জন যাত্রী নিয়ে কাইপারা হারবরে প্রবেশ করার সময় সাগরে প্রবল ঢেউয়ের কবলে পড়ে উল্টে যায়। এ ঘটনার পরপরই স্থানীয় উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিকভাবে পাঁচজনের মরদেহ উদ্ধার করেন। পরে আরও দুইজনের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় পুলিশ ইনেসপেক্টর ডুনকান হাল জানান, নৌকা ডুবির ঘটনায় প্রথমে পাঁচজনের পরে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৬
টিআই