ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জেল ভেঙ্গে পলায়নের ২৪ ঘণ্টাতেই কেএলএফ প্রধান গ্রেফতার 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেল ভেঙ্গে পলায়নের ২৪ ঘণ্টাতেই কেএলএফ প্রধান গ্রেফতার 

ভারতের পাঞ্জাবের একটি জেল ভেঙ্গে পলায়নের ২৪ ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধঘোষিত খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধান হারমিন্দর সিং মিন্টুকে। তবে এ ঘটনায় অপর পাঁচজন এখনও ধরা-ছোঁয়ার বাইরে। 

ঢাকা: ভারতের পাঞ্জাবের একটি জেল ভেঙ্গে পলায়নের ২৪ ঘণ্টার মধ্যেই ফের গ্রেফতার করা হয়েছে নিষিদ্ধঘোষিত খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধান হারমিন্দর সিং মিন্টুকে। তবে এ ঘটনায় অপর পাঁচজন এখনও ধরা-ছোঁয়ার বাইরে।

 

হরিয়ানায় দিল্লি সীমান্তের কাছ থেকে সোমবার (২৮ নভেম্বর) সকালে তাকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

এর আগে রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে পাঞ্জাবের নাবহা জেলে হামলা চালায় পুলিশের পোশাক পরিহিত ১০ অস্ত্রধারী। এ সময় তারা পুলিশের বন্দুক ছিনিয়ে নেয় ও অন্তত ১০০ রাউন্ড গুলি ছোড়ে।  

মাত্র ১০ মিনিটের ঘটনায় সন্ত্রাসীরা কেএলএফ প্রধান হারমিন্দর সিং মিন্টুসহ কয়েকজন আসামিকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।