ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

তুরস্কের বিমান হামলায় ইরাকে ১৯ কুর্দি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
তুরস্কের বিমান হামলায় ইরাকে ১৯ কুর্দি নিহত

ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় ১৯ জন কুর্দি যোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার (০৯ ডিসেম্বর) এই হামলা...

ঢাকা: ইরাকের উত্তরাঞ্চলে তুরস্কের বিমান হামলায় ১৯ জন কুর্দি যোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (০৯ ডিসেম্বর) এই হামলা চালানো হয় বলে শনিবার (১০ ডিসেম্বর) জানিয়েছে তুর্কি সামরিক বাহিনীর বিভিন্ন সূত্র।

তারা বলেছে, কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) যোদ্ধারা সীমান্তে সামরিক বাহিনীর ইউনিটগুলোর ওপর হামলার পরিকল্পনা করছে, এমন পরিস্থিতিতে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকিরের বিমান ঘাঁটি থেকে অভিযানটি পরিচালিত হয়। তুরস্ক প্রায়ই উত্তর ইরাকের তুর্কি সীমান্ত সংলগ্ন পার্বত্য এলাকায় পিকেকের অবস্থানগুলোতে বিমান হামলা চালায়। ইরাকের ওই এলাকায় কুর্দি বিদ্রোহীদের অনেকগুলো ক্যাম্প রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।