ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় দিল্লিতে ৮২টি ট্রেন ছাড়ায় বিলম্ব

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
ঘন কুয়াশায় দিল্লিতে ৮২টি ট্রেন ছাড়ায় বিলম্ব ছবি: সংগৃহীত

ভারতের দিল্লিতে ঘন কুয়াশার কারণে ৮২ ট্রেন ছাড়ায় বিলম্ব হচ্ছে। আর ২৩টি ট্রেন ছাড়ার সময়সূচি পুনর্নিধারণ করা হয়েছে। তবে এতে বিমান উড্ডয়নে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।

ঢাকা: ভারতের দিল্লিতে ঘন কুয়াশার কারণে ৮২ ট্রেন ছাড়ায় বিলম্ব হচ্ছে। আর ২৩টি ট্রেন ছাড়ার সময়সূচি পুনর্নিধারণ করা হয়েছে।

তবে এতে বিমান উড্ডয়নে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি।

সোমবার (১২ ডিসেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়। এতে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানায়, কুয়াশা কাটিয়ে দিনের পরিস্থিতি উন্নত হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার সকাল ৮টায় সর্বনিম্ন রেকর্ডমাত্রায় তাপমাত্রা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। যা বেড়ে হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।