ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পোল্যান্ডে গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে রাজপথে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
পোল্যান্ডে গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে রাজপথে বিক্ষোভ ছবি: সংগৃহীত

পোল্যান্ড সরকার দেশটির সংসদে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধি-নিষেধ আরোপের প্রতিবাদে রাজধানী ওয়ারশতে বিক্ষোভ-মিছিল করেছে জনতা।

ঢাকা: পোল্যান্ড সরকার দেশটির সংসদে সাংবাদিকদের প্রবেশাধিকারে বিধি-নিষেধ আরোপের প্রতিবাদে রাজধানী ওয়ারশতে বিক্ষোভ-মিছিল করেছে জনগণ।

শনিবার সকালে বিক্ষুব্ধ জনতা দেশটির প্রেসিডেন্টের ভবনের বাইরে অবস্থান নিয়ে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানায়।

পরে তারা সংসদ ভবনের পাশে অবস্থান নেয়।

পোল্যান্ডের ক্ষমতাসীন ডানপন্থি সরকার গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করতেই সংসদে সাংবাদিকদের প্রবেশের ওপর বিধি-নিষেধ আরোপে উঠে পড়ে লেগেছে। কিন্তু বিরোধী দল গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে জনগণের সঙ্গে রাজপথে নেমে সরকারের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।

প্রেসিডেন্টের বাসভবনের পাশে শনিবার সকালে প্রায় দুই হাজার মানুষ অবস্থান নিয়ে গণমাধ্যমের স্বাধীনতা বহাল রাখাসহ সমতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি জানায়।

এরআগে শুক্রবার বিক্ষুদ্ধ প্রতিবাদকারীরা দাবির পক্ষে সংসদ ভবন বন্ধ করে দিয়ে পুলিশ সঙ্গে রাত কাটায়।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।