ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়া ইস্যু নিয়ে রাশিয়া-ইরান-তুরস্ক জোটের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সিরিয়া ইস্যু নিয়ে রাশিয়া-ইরান-তুরস্ক জোটের বৈঠক

আইএস অধ্যুষিত সিরিয়ার ভবিষ্যৎ এবং দেশটির সবচেয়ে বড় শহর আলেপ্পো নিয়ে বৈঠক করবে রাশিয়া, ইরান ও তুরস্ক...

ঢাকা: আইএস অধ্যুষিত সিরিয়ার ভবিষ্যৎ এবং দেশটির সবচেয়ে বড় শহর আলেপ্পো নিয়ে বৈঠক করবে রাশিয়া, ইরান ও তুরস্ক জোট।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) দেশ তিনটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মস্কোতে বৈঠক করবেন।

বৈঠকটি মূলত সবগুলো দেশের নিজ নিজ পক্ষগুলো বোঝা এবং একত্রে সিদ্ধান্ত নেওয়ার জন্যই, জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মনে করা হচ্ছে নতুন বছরে সিরিয়া থেকে জঙ্গি দমনে নতুন কী পদক্ষেপ আসতে যাচ্ছে সে ব্যাপারে সিদ্ধান্ত হবে এই বৈঠকে।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।