ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বার্লিনে ট্রাক হামলায় নিহত ৯, আহত অর্ধশত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বার্লিনে ট্রাক হামলায় নিহত ৯, আহত অর্ধশত ছবি: সংগৃহীত

জার্মানির বার্লিন শহরের এক জনাকীর্ণ বাজারে ট্রাক হামলায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।

ঢাকা: জার্মানির বার্লিন শহরের এক জনাকীর্ণ বাজারে ট্রাক হামলায় নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত মানুষ।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে সোমবার (১৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টার দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

ছবি: সংগৃহীতপুলিশ বলছে, ভিডিও ফুটেজের দৃশ্যে এটি সুপরিকল্পিত হামলা বলে মনে হয়। হামলাটির পর সেখানে জনগণ আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

দেশটির স্থানীয় এক টেলিভিশনের মুখপাত্র জানান, আসন্ন বড়দিন উপলক্ষে একটি বাজারে (ক্রিস্টমাস মার্কেটে) একটি ট্রাক জনতার ওপরে চালিয়ে দেওয়া হয়। এতে সন্দেহভাজন ট্রাকচালককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।

ছবি: সংগৃহীতএর আগে গত জুলাই মাসে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে সমেবত জনতার ওপর ট্রাক হামলা চালানো হয়। ওই হামলায় শিশুসহ অন্তত ৮৪ জন নিহত হয়। বার্লিনের এই ট্রাক হামলা একই কায়দার করা হয়েছে বলে অনেকে মনে করছেন।

** বার্লিনে চলন্ত ট্রাক বাজারে ঢুকে নিহত বেশ কয়েকজন, আহত ৫০

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।