ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাকার্তায় পুলিশের গুলিতে ৩ জঙ্গি নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
জাকার্তায় পুলিশের গুলিতে ৩ জঙ্গি নিহত অভিযানের সময় জাকার্তা পুলিশের অবস্থান, ছবি: সংগৃহীত।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

ঢাকা: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনাকারী সন্দেহে তিন জঙ্গিকে গুলি করে হত্যা করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনার সময় পুলিশের গুলিতে ওই তিন জঙ্গি নিহত হন।

এ সময় জাকার্তার একটি আবাসিক বাসা থেকে তিনটি বোমা জব্দ করা হয়েছে। পরে তা নিস্ক্রিয় করে পুলিশ।

জাকার্তার পুলিশ প্রধান মোসাম্মদ ইরিয়াওয়ান এক টেলিভিশন সাক্ষাতকারে জানান, নিহতরা বড়দিনে (ক্রিস্টমাস) অথবা নতুন বছরের অনুষ্ঠান হামলা চালানোর পরিকল্পা করেছিলো।

প্রতিবছরই দেশটিতে বড়দিন (ক্রিস্টমাস) অথবা নতুন বছরের অনুষ্ঠানে সন্ত্রাসীরা হামলার তৎপরতা চালায় বলে খবরে বলা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।