ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ছেড়েছেন বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৭
যুক্তরাষ্ট্র ছেড়েছেন বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক কূটনীতিক ও তাদের পরিবারের গাড়ি বহর

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ‘হস্তক্ষেপে’র অভিযোগে বহিষ্কৃত ৩৫ রুশ কূটনীতিক যুক্তরাষ্ট্র ছেড়েছেন বলে রাশিয়ান একটি সংবাদমাধ্যম জানিয়েছে। 

নতুন বছরের প্রথম দিন বহিষ্কৃত ওই কূটনীতিক ও তাদের পরিবারকে নিয়ে একটি ‘বিশেষ প্লেন’ নিউইর্য়ক থেকে রওনা হয় বলে দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন।

ওই কূটনীতিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট পার্টি ও পরাজিত প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল হ্যাকের অভিযোগ আনা হয়েছে।

গত ৩০ ডিসেম্বর আনা অভিযোগের পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ত্যাগের সময়সীমা বেঁধে দেওয়া হয়।

যদিও মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের সব অভিযোগ অস্বীকার করে যুক্তরাষ্ট্রের বহিষ্কারের সিদ্ধান্তকে ভিত্তিহীন দাবি করেছে রাশিয়া।

**৩৫ রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করলো যুক্তরাষ্ট্র

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।