ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্লোরিডায় সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৭
ফ্লোরিডায় সন্দেহভাজন হামলাকারীর পরিচয় প্রকাশ

ঢাকা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ফোর্ট লডারডেল বিমানবন্দরে হামলাকারীর পরিচয় প্রকাশ করা হয়েছে। সন্দেহভাজন ওই বন্দুকধারীর নাম ইস্তেবান সান্তিয়াগো।

মার্কিন বার্তা সংস্থা এপির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, অন্তত ১৩ ব্যক্তির ওপর গুলি চালানো এই সন্দেহভাজন বন্দুকধারীর নাম ইস্তেবান সান্তিয়াগো। তিনি একজন মার্কিন নাগরিক।


 
ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী সান্তিয়াগোর জন্ম নিউ জার্সিতে। ২ বছর বয়সে তিনি পুয়ের্তো রিকোতে স্থানান্তরিত হন। তিনি সেখানকার ন্যাশনাল গার্ডের সদস্য ছিলেন।
 
বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়। ওই ঘটনায় অন্তত ৮ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
 
ইস্তেবান সান্তিয়াগো ২০১০ সালের এপ্রিল মাসে পুয়ের্তো রিকো ন্যাশনাল গার্ডে যোগদান করেছিলেন। সে ১০ মাসের জন্য ইরাকে গিয়েছিলেন। আলাস্কা আর্মি ন্যাশনাল গার্ডের স্পোকসম্যান বলেন, সান্তিয়াগো ন্যাশনাল গার্ডে যোগদানের আগে আর্মি ভান্ডারেই ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৭
এসএম/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।