ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি’র মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৭
ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানি’র মৃত্যু

ইরানের সাবেক প্রেসিডেন্ট আলী আকবর হাশেমি রাফসানজানি আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। 

রোববার (০৮ জানুয়ারি) হৃদরোগে আক্রান্ত হয়ে তেহরানের শোয়াদা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ইরানের প্রেস টিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর প্রকাশ করেছে।

 

মৃত্যুর আগে রাফসানজানি ইরানের নীতি নির্ধারণী পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৩৪ সালের ২৫ আগস্ট ইরানের এ কৃতি রাজনীতিবিদ জন্মগ্রহণ করেন। রাজনীতির বাইরে তিনি লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন।  

১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের ৪র্থ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন রাফসানজানি। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ইরানের বিশেষজ্ঞ পরিষদের চেয়ারম্যান ছিলেনতিনি।

এছাড়া ১৯৮০ সালে তিনি ইরানের জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছিলেন। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় রাফসানজানি বাংলাদেশ সফর করেছিলেন।

বাংলাদেশ সময়: ০৪১১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৬
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।