ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জামাইকে উপদেষ্টা বানালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
জামাইকে উপদেষ্টা বানালেন ট্রাম্প স্ত্রী ইভানকার সঙ্গে উপদেষ্টা জ্যারেড, ছবি: সংগৃহীত

ঢাকা: যুক্তরাষ্ট্রের নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা হিসেবে তার জামাতা জ্যারেড ক্লুজনারকে নিয়োগ দিয়েছেন।

ইভানকার স্বামী ৩৫ বছর বয়সী জ্যারেড নির্বাচনের আগে প্রচারণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ট্রাম্পের সন্তুষ্টি আর্জন করেন। সংবাদমাধ্যমে আলোচনায় ট্রাম্প তার কথা বেশ কয়েকবারই বলেছিলেন।

জানা যায়, নতুন এই উপদেষ্টা স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র উভয় বিষয়ই দেখবেন। অফিস করবেন রাষ্ট্রপতির দাফতরিক বাসভবন হোয়াইট হাউসে।

তবে সমালোচকদের মধ্যে এই বিষয়টি নিয়ে আলোচনাও শুরু হয়েছে, আত্মীয়কে এতো বড় অবস্থানে ঠাঁই দেওয়া এবং গুরুদায়িত্বে স্বজনপ্রীতি কিনা- মন্তব্য সেটি নিয়েও এসেছে।

হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করা জ্যারেড ক্লুজনার মার্কিন মিলিনিয়র ব্যবসায়ী ও বিনিয়োগকারী। ২০০৭ সাল থেকে তিনি সরাসরি বাবার ব্যবসায়ের হাল ধরেছেন।

ইভানকা ট্রাম্পের সঙ্গে তার বিয়ে হয় ২০০৯ সালে, ঘরে রয়েছে তিন সন্তান।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।