ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

মার্শাল ল জারি হবে, কেউ রুখতে পারবে না

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
মার্শাল ল জারি হবে, কেউ রুখতে পারবে না ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে, ছবি: সংগৃহীত

ঢাক‍া: মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, ‘মাদক সমস্যা যদি আরও খারাপের দিকে যায়, তবে মার্শাল ল (সামরিক আইন) জারি করা হবে। এমন সিন্ধান্ত নিতে কেউ আমাকে রুখতে পারবে না।’

স্থানীয় সময় শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় দেশটির দাবাও শহরে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় তিনি এ কথা বলেছেন বলে রোববার আন্তর্জাতিক সংবাদমাদ্যমগুলোর খবরে বলা হয়।

রদ্রিগো দুতের্তে বলেন, ‘ফিলিপাইনের জনগণ আমাকে রক্ষা করতে করতে হবে।

এটা আমার দায়িত্ব। আমি আপনাদের বলছি, প্রয়োজনে মার্শাল ল জারি করা হবে এবং আমি সেটা তা করবো। ’

‘আমি সুপ্রিম কোর্টকে কেয়ার করি না। কেউ আমাকে রুখতে পারবে না’ বলেও মন্তব্য করেন তিনি।

ফিলিপাইনের ১৯৮৭ সালের সংবিধানে দেশ বহিঃশক্রর আক্রমণ বা বিদ্রোহীদের হামলার শিকার হলে প্রেসিডেন্ট ৬০ দিন পর্যন্ত মার্শাল ল জারি করার ক্ষমতা রাখেন। তবে মাদক সহিংসতা নিয়ন্ত্রণে মার্শল ল জারির ব্যাপারে সংবিধানে সুস্পষ্ট করে কিছু বলা নেই।

ফিলিপাইনের জনগণ ও তরুণ সমাজ রক্ষার্থে মার্শাল ল জারির ঘোষণা দেবেন বলে দৃঢ়তার সঙ্গে জানান দুতের্তে।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭

টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।