ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
নাইজেরিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বোমা হামলা, নিহত ৫

ঢাকা: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মাইদুগুরি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এটি আত্মঘাতী হামলা বলে মনে করা হচ্ছে।

সোমবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ে স্টাফ কোয়ার্টার এলাকার মসজিদে হামলাটি হয়েছে বলে ক্যাম্পাসের বাসিন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

ক্যাম্পাসের বাসিন্দা এক প্রভাষকের বরাতে খবরে বলা হয়, জঙ্গিগোষ্ঠী বোকো হারামের বেশ কিছু তরুণ-তরুণী নিজেদের শরীরের সঙ্গে বোমা ফিট করে ফজর নামাজ শেষে ফেরা মুসল্লিদের উদ্দেশ্য করে হামলাটি চালায়।

এ সময় পৃথক  বিস্ফোরণের ঘটনাও ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্পাসের এক আবাসিক বাসিন্দা বলেন, ‘তখন ঠিক সাড়ে ৫টা বাজে। আমি মসজিদ থেকে ফিরছিলাম। মসজিদের পাশে আমার বাসা। এ সময় দুইটি বিস্ফোরণের শব্দ শুনি। পরে দেখি বিভৎস হামলাটি মসজিদেই হয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।