ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইইউ’র দেশগুলোর সঙ্গে পৃথক বাণিজ্য চুক্তি করতে চায় যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
ইইউ’র দেশগুলোর সঙ্গে পৃথক বাণিজ্য চুক্তি করতে চায় যুক্তরাজ্য প্রধানমন্ত্রী টেরিজা মে (ফাইল ছবি)

ঢাকা: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোর সঙ্গে পৃথক পৃথক বাণিজ্য চুক্তি করতে চায় যুক্তরাজ্য, এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী টেরিজা মে।

তিনি এও বলেছেন, যুক্তরাজ্য কখনোই ইইউর আংশিক সুবিধা গ্রহণ করতে চায় না। থাকতে চায় না আংশিক ভেতরে বা আংশিক বাইরে।

বহুল প্রত্যাশিত ব্রেক্সিট বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, যেসব দেশ ইইউ’র মধ্যে রয়েছে তাদের সঙ্গে বিনিয়োগ-বাণিজ্যসহ নানা ক্ষেত্রে যুক্তরাজ্য পৃথক চুক্তি করতে আগ্রহী।

মূলত ইইউ থেকে বেরিয়ে যাওয়া নিয়ে যেসব আলোচনা হবে, তার কিছু অংশ প্রকাশ করেছে ব্রিটেন সরকার। যাতে উঠে এসেছে, চলতি বছরের মার্চ নাগাদ ব্রেক্সিট বাস্তবায়নে জোর উদ্যোগ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।