ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মেলবোর্নে পথচারীদের গাড়ি ধাক্কা, হতাহতের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
মেলবোর্নে পথচারীদের গাড়ি ধাক্কা, হতাহতের আশঙ্কা মেলবোর্নে পথচারীদের গাড়ি ধাক্কা, ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে গাড়ি দিয়ে পথচারীদের ধাক্কা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনার পর বেশ কয়েকজনকে অ্যাম্বুলেন্স যোগে হাসপাতালে নিতে দেখা যায়।

দেশটির জরুরি সেবা বিভাগের বরাত দিয়ে শুক্রবার (২০ জানুয়ারি) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানায়।

গাড়ি চালানোর সময় একপর্যায়ে চালক পথচারীদের ধাক্কা দেওয়ার বিষয়টি জানায় স্থানীয় পুলিশ।

তবে এটি উদ্দেশ্যমূলক কিনা অথবা গাড়ি হামলার ঘটনা কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। এ ঘটনার পরপরই সেখানে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে এবং এর কারণ অনুসন্ধানে চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।